শনি. এপ্রিল 20th, 2024

যশোরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন শেষে ভারতফেরত এক দম্পতির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। দুজনের নমুনা পরীক্ষার পর আজ সোমবার করোনা পজিটিভ শনাক্ত হয়। দুজনকে যশোর জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

করোনা শনাক্ত হওয়া দুজন হলেন যশোর শহরের বেজপাড়া এলাকার বাসিন্দা রাজীব সাহা (৩৪) ও তাঁর স্ত্রী সুস্মিতা সাহা (২২)। ভারত থেকে ফেরার পর যশোর শহরের ম্যাগপাই হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ছিলেন তাঁরা। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ২৯ এপ্রিল রাজীব সাহা ও সুস্মিতা সাহা ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। ওই দিনই জেলা প্রশাসনের কর্মকর্তারা তাঁদের হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠান। ১৪ দিনের কোয়ারেন্টিন শেষে ১৩ মে ছাড়পত্র পেয়ে তাঁরা বাড়িতে ফিরে যান। আজ সোমবার প্রশাসনের লোকদের কাছ থেকে জানতে পারেন, তাঁরা দুজনই করোনা পজিটিভ।

এ ব্যাপারে জেলা সিভিল সার্জন শেখ আবু শাহীন বলেন, সরকারের সিদ্ধান্ত মোতাবেক ১৪ দিন কোয়ারেন্টিন শেষে ভারতফেরত রাজীব সাহা ও সুস্মিতা সাহা ১৩ মে ছাড়পত্র পান। সে সময় তাঁদের কোনো উপসর্গ ছিল না। বাড়ি যাওয়ার তিন দিন পর তাঁদের শরীরে করোনার মৃদু উপসর্গ দেখা দেয়। পরে তাঁদের নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ এসেছে।

By Anna