শনি. ডিসে. 21st, 2024

তিউনিসিয়ার নৌবাহিনী গতকাল রোববার ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় দেশটির দক্ষিণ উপকূল থেকে বাংলাদেশিসহ ১৭৮ জন অভিবাসীকে উদ্ধার করেছে। উদ্ধার হওয়া লোকজন ভূমধ্যসাগর হয়ে ইউরোপ যেতে গত শুক্রবার লিবিয়া থেকে যাত্রা করেছিলেন।

তিউনিসিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
তিউনিসিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, তিউনিসিয়ার দক্ষিণ উপকূলে উদ্ধার হওয়া ওই ২৭৮ জন অভিবাসী বাংলাদেশ, তিউনিসিয়া, সিরিয়া, মিসর, নাইজেরিয়া, মালি ও ইথিওপিয়ার নাগরিক। এ ছাড়া মৃত দুই অভিবাসীকেও নৌবাহিনী উদ্ধার করেছে। তবে তাঁরা কোন দেশের নাগরিক, সেটি নিশ্চিত হওয়া যায়নি।

অভিবাসীদের সবাই লিবিয়ার জুয়ারা বন্দর থেকে শুক্র ও শনিবার রাতে ইউরোপের উদ্দেশে নৌকায় চড়ে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করেছিলেন।

এর আগে গত বৃহস্পতিবার তিউনিসিয়ার কোস্ট গার্ড দেশটির উপকূল থেকে ভূমধ্যসাগরে ভাসমান একটি বিকল নৌযানের যাত্রী ২৬৪ বাংলাদেশিকে উদ্ধার করেছে। লিবিয়া থেকে একটি নৌযানে চড়ে মিসরের তিন নাগরিকসহ ওই ২৬৪ জন বাংলাদেশি ইতালির পথে যাত্রা করেছিলেন।

প্রসঙ্গত, তিউনিসিয়ার কোস্টগার্ড মে ও জুন মাসে পাঁচ দফায় ভূমধ্যসাগর থেকে ৭০৭ জন বাংলাদেশিকে উদ্ধার করে। এঁদের সবাই এখন আফ্রিকার দেশটিতে অবস্থান করছেন।

By Anna