ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় তিনজন ও এর উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন মহিউদ্দিন খান আজ সোমবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪ জনই নারী। এর মধ্যে ময়মনসিংহ সদরের আনোয়ারা বেগম (৭৫), হাসিনা বানু (৭৫) ও গৌরীপুর উপজেলার আমেনা খাতুন (৬০) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এ ছাড়া জামালপুর সদরের নুরুন্নাহার (২৬) করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এ নিয়ে চলতি মাসে এই হাসপাতালে করোনা ও এর উপসর্গ নিয়ে ১১২ জনের মৃত্যু হয়েছে। এর আগে জুলাই মাসে ৪৮২ জন ও আগস্ট মাসে ৪১৯ জনের মৃত্যু হয়েছিল।
বিজ্ঞাপন
মহিউদ্দিন খান জানান, আজ সকাল পর্যন্ত হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১৩ জনসহ ১০৫ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ১০ জন আইসিউতে চিকিৎসাধীন। এ ছাড়া গতকাল রোববার ৩৩ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৭৩ জনের নমুনা পরীক্ষায় ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৬ দশমিক ১৭। এখন পর্যন্ত জেলায় মোট ২১ হাজার ৯০৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২০ হাজার ৮৮০ জন। করোনায় আক্রান্ত হয়ে মোট ২৮৭ জনের মৃত্যু হয়েছে। এদিকে বর্তমানে ৭৩১ জন বাড়িতে আইসোলেশনে আছেন।