চট্টগ্রামের কর্ণফুলীতে স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় মো. ইমন (৩৫) নামের এক যুবক গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার রাত নয়টায় উপজেলার চরপাথরঘাটা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তবে এখনো ওই ছাত্রীকে উদ্ধার করা যায়নি।
ওই ছাত্রীর বাড়ি উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউনুছ মার্কেট এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য স্কুলের উদ্দেশে ১৬ আগস্ট সকালে বাসা থেকে বের হয় নবম শ্রেণিতে পড়া ওই ছাত্রী। বেলা সাড়ে ১১টায়ও বাসায় না আসায় পরিবারের লোকজন তাঁকে খুঁজতে স্কুলে যান। সেখানে গিয়ে জানতে পারেন, মেয়েটি স্কুলে যায়নি। খোঁজাখুঁজির একপর্যায়ে জানতে পারেন, আসামিরা সিএনজিচালিত অটোরিকশায় করে তাকে অপহরণ করে নিয়ে গেছেন।
এ ঘটনায় ১৭ আগস্ট আরেফীন জিসান (২০), মো. ইউসুফ (৪৫), শাহিনা আক্তার (৩৮) ও মো. ইমনের (৩৫) নামে মামলা করে মেয়েটির পরিবার। বৃহস্পতিবার রাতে আসামি ইমনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও কর্ণফুলী থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন বলেন, আসামি ইমনকে থানা-পুলিশের হেফাজতে রাখা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তার ও ওই ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে।